• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় ভূমিসেবা সপ্তাহ পালনে ৩য় দিনে জনসচেতনতামূলক সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

কলারোয়ায় ভূমিসেবা সপ্তাহ পালনের ৩ য় দিনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে বুধবার( ২৪ মে) সকাল ১০ টায় ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নীলা।

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহের ৩য় দিনে নাগরিকদের অধিকারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে ডিজিটাল পদ্ধতিতে প্রোজেক্টরের মাধ্যমে অনলাইন কার্যক্রমের মাধ্যমে সেবা প্রদানের নানান বিষয় অবহিত করা হয়।

সচতেনতামূলক সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বিআরডিবি কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইউনুস আলী, উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, ভূমি অফিস স্টাফ প্রনব কুমার সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা, সেবা গ্রহনকারী নাগরিক, সূধি ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ২২ মে থেকে শুরু হওয়া ভূমিসেবা সপ্তাহ পালনে ‘ভূমি রেজিস্ট্রেশন-মিউটেশন, আন্তসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, ভূমি কর জমাদানে প্রোজেক্টারের মাধ্যমে প্রদর্শিত সকল সেবামূলক কার্যক্রম আগামী ২৮ মে শেষ হবে বলে জানা যায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা