• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় গাঁজা ব্যবসায়ী ও চুরি মামলার আসামীসহ গ্রেপ্তার ৩

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

দেবহাটায় অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক মাদক ব্যবসায়ী, সালাহউদ্দীন ইসলাম বাবু (২০) নামের এক চুরি মামলার আসামী ও ছকিম গাজী (৩৮) নামের অপর এক নিয়মিত মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মৃত আমিন গাজীর ছেলে, চুরি মামলার আসামী সালাহউদ্দীন ইসলাম বাবু কালীগঞ্জের জাফরপুর গ্রামের ইবাদুল ইসলাম মন্টুর ছেলে এবং অপর ধৃত নিয়মিত মামলার আসামী ছকিম গাজী টাউনশ্রীপুরের মৃত তাবারক গাজীর ছেলে ও চিহ্নিত চোরাকারবারি আবু সাঈদের ছোটভাই।

রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান ও এসআই শেখ মো. গোলাম আজম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বিচারার্থে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা