• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আজকের সাতক্ষীরা

দেবহাটায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

দেবহাটায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২২ মে, ২৩ ইং সকাল ১০টার সময় উপজেলা এসি ল্যান্ড অফিস চত্বর থেকে একটি বর্নাঢ্য  শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,  দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে.এম রেজাউল করিম, এসি ল্যান্ড অফিসের মোয়াজ্জেম হোসেন, তপন কুমার, প্রদীপ কুমার ঢালি, বেল্লাল হোসেন, কিরন ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় স্মার্ট ভূমি সেবা গ্রহনের বিভিন্ন দিক সম্পর্কে সকলকে অবহিত করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা