• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পাটকেলঘাটায় ট্রাক খাঁদে পড়ে ২ শ্রমিক নিহত 

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

ধান কাটা কাজ শেষে ট্রাকে করে ধান নিয়ে বাড়ী ফেরার পথে ২৪ জনের একটি কৃষক দল খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরা নামক স্থানে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ২ জন নিহত ও ১৬ জন আহত হয়।

এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জানাগেছে, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমারী এলাকা থেকে ২৪ জনের একটি কৃষক দল ধান কাটার কাজে যায় শরিয়াতপুর জেলায়। কাজ শেষে মহাজনের কাছ থেকে নগদ টাকার বদলে ধান নিয়ে বাড়ি ফিরছিল কৃষকদল।

আজ মঙ্গলবার (১৬ মে) ভোরে কুমিরা বাজার মোড় নামক স্থানে চালকের চোখে ঘুম আসায় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে  উল্টে যায়। যার নাম্বার: ঢ্রাকা মেট্রো-ট-২০-০৪৮৬। এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন শ্যামনগর থানার জয়নগর গ্রামের মৃত ওমর আলীর পুত্র আবুল হোসেন (৫২) অপরজন একই থানার কাশিমারী গ্রামের মন্টু মোড়লের পুত্র সুমন (৩৩)।

আহতরা হলেন শ্যামনগর থানার কাশিমারী গ্রামের তপন (৪০), হোসেন আলী (৩৮), জাহিদুল (৩৪), আল মামুন (৩২), সাত্তার (৪৫), আনিছুর (৪২), ইয়াছিন (৪০), শাহীন (৩০), শহীদ (৩৩), নন্দ (৪৫), খোকন (৩৭), আজগার (৫০), নিত্যানন্দ (৪৮), আনন্দ (৪৬) ও শুকুর আলী (৫২)। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। চালক ও হেলপার ট্রাকটি ফেলে রেখে পালিয়ে গেছে।  

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা