• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে ভেজাল সন্দেহে ৫০ ড্রাম মধু জব্দ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ মে ২০২৩  

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভেজাল সন্দেহে ৫০ ড্রাম মধু জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের পার্শ্বেখালী গ্রামের মোশারফ হোসেনের বাড়ি থেকে মধু জব্দ করা হয়।
জব্দ করা মধু ভেজাল কি না তা নিশ্চিত হতে কিছু পরিমাণ মধু পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বাকি মধু স্থানীয় ইউপি সদস্য রেহানা বেগমের জিম্মায় রাখা হয়েছে। মোশারফফ একই এলাকার আব্দুল গণি গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, চিনি জ্বালিয়ে মধু তৈরির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার মোশারফ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় ৫০ ড্রাম মধু জব্দ করা হয়।
তবে মধুর মালিক মোশারফ হোসেন জানান, জব্দ করা মধু সুন্দরবন থেকে সরাসরি সংগ্রহ করা নয়। ওই মধু চাষের। সুন্দরবন ঘেঁষা এলাকায় বক্স বসিয়ে তিনি মধু সংগ্রহ করেছেন। প্রতিপক্ষ হয়রানি করতেই এমন অভিযোগ দিয়েছে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, শ্যামনগর উপজেলার পার্শ্বেখালীর মোশারফ হোসেনের বাড়ি থেকে ৫০ ড্রাম মধু জব্দ করা হয়। মধুর মালিক তা চাষের বলে দাবি করেছেন। তাই ভেজাল কি না তা নিশ্চিত হতে পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার ফলাফল পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা