• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে মৌসুমী সবজি বীজ ও সার বিতরণ 

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩  

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট এখরিপ-২ মৌসুমে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আলরাজী, প্রকল্প সমন্বয়কারী জি.এম মোশাররফ হোসেন প্রমূখ।
জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ পূর্বের চেয়ে বেড়েছে।

দুর্যোগের ক্ষয়-ক্ষতিকাটিয়ে উঠতে এবং দুর্যোগ সহনশীল কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের উব্দুদ্ধ করতে খরিপ-২ মৌসুমে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে সংকট বেড়েছে। কৃষি ক্ষেত্রে এই সংকট আরও বেশি। এই সংকট কাটিয়ে উঠতে কৃষকদের অভিযোজন কৌশল এবং কৃষিতে উদ্বুদ্ধ করতে লিডার্স নানা উদ্যোগ নিয়েছে। পরিবারে পুরুষের পাশাপাশি নারীদের উৎপাদনে অংশগ্রহণ বাড়লে অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়বে। পরিবারে পুষ্টি নিশ্চিত হবে।”

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা