• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে পুলিশী অভিযানে দুই প্রতারক গ্রেফতার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

আশাশুনি থানা পুলিশের অভিযানে প্রতারনা মামলার ২ আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার বুধহাটা গ্রামের খালেক গাজীর ছেলে এখলাছুর রহমান ও আরশাদ আলীর ছেলে মনিরুল ইসলাম। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। 

মামলার বাদী বুধহাটা গ্রামের গহর আলী সরদারের ছেলে বুধহাটা বাজারের প্রিয়া ইলেকট্রনিক্স এবং বুধহাটা ব্যাটারী এন্ড ইলেক্ট্রনিক্স এর স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম (খোকন) জানান, আসামী এখলাছুর ও মনিরুল ইসলাম গাড়ি ক্রয় বিক্রয় ও চিংড়ী ঘেরের যৌথ ব্যবসা করেন। ব্যবসার বিশেষ টাকার প্রয়োজন হওয়ায় তারা বাদীর নিকট হতে নন জুডিশিয়াল স্ট্যাম্পে ঋণের চুক্তিপত্র সম্পাদন করে ১/১০/২২ তাং ২২ লক্ষ টাকা ঋণ গ্রহন করেন। গত ২৫ জানুয়ারি ঋণের টাকা ও লভ্যাংশ বাবদ ২৩ লক্ষ ২০ হাজার টাকা ফরৎ দানের চুক্তি থাকলেও টালবাহনা করতে থাকেন। ২৮ জানুয়ারি দিঘলিয়া থানার পথের বাজার মাছের হাটে আসামীদের সাক্ষাৎ পেয়ে স্বাক্ষীদের সামনে টাকা দাবী করলে টাকা দিতে অস্বীকার করে এবং ভবিষ্যতে টাকা চাইলে দেখে নেওয়ার হুমকী দেয়। এব্যাপারে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালত দিঘলিয়া অঞ্চল খুলনায় সিআর ১৩/২৩ নাং মামলা রুজু করা হয়। এছাড়া আসামীদের বিরুদ্ধে প্রিয়া ইলেক্ট্রনিক্স এর সাথে ব্যবসান শেয়ার বাবদ পাওনা ৬৮ লক্ষ ৭০ হাজার টাকা পাওনা টাকা আদায়ের জন্য এসপি মহোদয় ও থানায় অভিযোগ করা হলে, বাজার কমিটি শালিস বৈঠক করেন এবং দোকানের মালামাল নজরুলের পাওনা হয়। কিন্তু তারা দোকানের মালামাল লুটপাটের মিথ্যা অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করেন দাবী করে নজরুল ইসলাম জানান, প্রতারকদ্বয়ের বিরুদ্ধে এলাকার বহু ব্যক্তি ও ব্যবসায়ীর টাকা পাওনা রয়েছে। কিন্তু তাদেরকে প্রতারনার ফাদে ফেলে হেনস্থা করা হচ্ছে। অবশেষে বুধহাটা পুলিশী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলামের নেতৃত্বে পুলিশ সিআর ১৩/২৩ (দিঘলিয়া, খুলনা) মামলার পলাতক আসামী এখলাছুর রজমান ও মনিরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা