• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

আজকের সাতক্ষীরা

ভোমরা স্থলবন্দরে ৬টি স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

ভোমরা স্থলবন্দরে ৬টি স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী গ্রেফতার হয়েছে। ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে ৬শ’ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ শুভংকর কুমার পাল (২৫)নামের এক পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ভোমরা শুল্ক স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুভংকর কুমার পাল নড়াইল জেলার কালিয়া থানার মাওলি গ্রামের বিকাশ কুমার পালের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা শুক্রবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশন এলাকায় অভিযান চালিয়ে শুভংকর কুমার পালকে গ্রেফতার করে।

এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ৬শ’ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪৬ লাখ ৩০ হাজার টাকা।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাজরিহা হোসাইন বলেন, শুভংকর কুমার পাল পাসপোর্টে ভারতে যাওয়ার জন্য ভোমরা শুল্ক স্টেশন এলাকায় অবস্থান করছিল। কাস্টমসে ঢোকার পূর্ব মুহূর্তে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা ৬টি স্বর্ণের বারসহ তাকে গ্রেফতার করে।

সাতক্ষীরা সদর থানার অফিনার ইনচার্জ-ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ভোমরা স্থলবন্দরে ৬টি স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী গ্রেফতারের খবর শুনেছেন কিন্তু এখনও থানায় কোন খবরাখবর দেয়া হয়নি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা