• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে শিশু হত্যার অভিযোগ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

সাতক্ষীরার শ্যামনগরে রোহিত দত্ত নামের এক শিশুকে জুসের সাথে বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে জুস খেতে দেয়। এই জুস খেয়েই সে অসুস্থ হয়ে পড়ে। আর তাতেই তার মৃত্যু হয়। এমনই অভিযোগ শিশুটির বিধবা মায়ের।
রোহিত তার বাবা শ্যামনগরের পরিচিত স্বর্ণ ব্যবসায়ী মদন স্বর্ণকারের ছেলে গোপাল দত্তকে তিনবছর আগেই হারিয়েছিলো। অনেক কষ্টে অল্প বয়সী বিধ্ববা মা রোহিতকে মানুষ করছিলেন।

রোহিত আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে শ্যামনগরের নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলো জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস পালন করতে। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে জুস খেতে দেয়। আর এই জুস খেয়েই রোহিত চিরবিদায় নিলো। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রহস্যজনক এই মৃত্যু উদঘাটন করে অপরাধীকে দ্রুত গ্রেফতার করতে আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন রোহিতের মা সহ এলাকাবাসী।
এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা