• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সুন্দরবনে ৩শ’ কেজি কাঁকড়াসহ ৮ জেলে আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

সুন্দরবনের নদীতে প্রজনন মৌসুমে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৮ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে সুন্দরবনের কালিরখাল এলাকা থেকে কাঁকড়াসহ জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ৪টি নৌকা ও ৩০০ কেজি কাঁকড়াসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে বনকর্মীরা।

আটক জেলেরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মোঃ আব্দুল করিম, আল-মামুন ইসলাম, নজরুল ইসলাম, ইয়ারুল ইসলাম, মোঃ নূর ইসলাম, আবু হাসান গাইন, মোঃ রবিউল ইসলাম ও শাজাহান আলী।

বনবিভাগ সূত্র জানায়, প্রজনন মৌসুমে সুন্দরবনের নদীতে অবৈধভাবে কাঁকড়া আহরণ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের অওতাধীন বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা ভোর ৩টার দিকে সুন্দরবনের কালিরখাল এলাকা অভিযান চালায়। এসময় সেখান থেকে ৪টি নৌকা ও ৩০০ কেজি কাঁকড়াসহ ৮ জেলেকে আটক করে বনকর্মীরা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে জেলেদের আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা