• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

স্কুল শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩  

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাছনিম রহমান তিশা আত্মহত্যা প্ররোচনার অভিযোগে এক রিপন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় তিশার পিতা জিয়াউর রহমান মিশন বাদী হয়ে রিপনসহ ৩ জনকে আসামী করে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর থানায় এজাহার দাখিল করেন।
এ মামলার অন্যান্য আসামী শহরের টিভি সেন্টারের পেছনের বাসিন্দা শামসুর রহমান এবং তার বখাটে ছেলে রাজ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, শহরের বাস টার্মিনালের পেছনের বাসিন্দা জিয়াউর রহমানের মেয়ে তাছনিম রহমান তিশা। প্রতিদিন স্কুল ও কোচিংয়ে যাওয়ার পথে একই এলাকার জনৈক রাজ তাকে উত্যাক্ত করত। পাশাপাশি তাকে প্রেমের প্রস্তাব দিত। এঘটনার জের ধরে রাজের পরিবারকে সতর্ক করেও কোন লাভ হয়নি। অবশেষে মঙ্গলবার রাতে তিশা নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থল থেকে একটি গোপন মোবাইল জব্দ করা হয়েছে।

মোবাইলের সূত্রধরে রিপনকে রাতেই আটক করে পুলিশ। এ ঘটনায় তিশার পিতা জিয়াউর রহমান মিশন বাদী হয়ে রাজ ও রিপনসহ ৩ জনকে আসামী করে থানায় এজাহার করেন। ঘটনাটি অধিকতর ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে তিনি আরও জানান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা