• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় কয়লা তৈরি কারখানায় ১০ হাজার টাকা জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

কলারোয়ায় কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়েনের গয়ড়া গ্রামের মাঠপাড়া একটি চক্র অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে আসছিলো এনমটির খবরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সেখানে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করেন। ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়লা তৈরির ৫টি চুল্লির সবগুলোই ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। সেই সাথে ফায়ার সার্ভিসের টিম পানি দিয়ে জ¦লন্ত সবগুলো চুল্লির নিভিয়ে দেয়। এ সময় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর অভিযোগে যশোরের শার্শা উপজেলার কায়বা গ্রামের মৃত আজগর আলীর গাজীর ছেলে আক্তারুল ইসলাম গাজী (৩৫) কে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা