• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সুন্দরবনে হরিণের মাংস-মাথা রেখে পালাল শিকারিরা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তেরকাটি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

টের পেয়ে হরিণ শিকারিরা বনের ভেতরে গা-ঢাকা দেয়। তাই শিকারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, হরিণ শিকারের গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযান চালানো হয়। তেরকাটি খাল থেকে ৩০ কেজি হরিণের মাংস ও একটি নৌকা জব্দ করা হয়। এ সময় শিকারিরা হরিণের মাংস ফেলে বনের ভেতর পালিয়ে যায়। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা