• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের এমসি সভাপতি বিশিষ্ট হোমিও চিকিৎসক আলহাজ¦ ডাক্তার আবদুল জব্বার। প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-এম.সি সদস্য শিক্ষানুরাগী বাবু গণপতি বিশ্বাস। সুন্দর, মনোরম ও আনন্দঘন পরিবেশে
বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অস্টম শ্রেণি 'ক' এবং নবম ও দশম শ্রেণি 'খ' গ্রুপে নির্ধারিত প্রতিযোগিতার মধ্যে
উল্লেখযোগ্য ছিলো-লৌহপ্লোব নিক্ষেপ, লম্বা লাফ, দীর্ঘ লাফ, লাফ দড়ি, মোরগ লড়াই, দৌঢ়, চেয়ার সিটিং ইত্যাদি। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত খেলাগুলো পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক তজিবুর রহমান, সহকারী শিক্ষক
আবুবকর ছিদ্দীক, আব্দুদ দাইয়ান, মশিউর রহমান, আনারুল ইসলাম, নাসরিন সুলতানা, সাইফুল আলম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, দেবাশীষ সরদার প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এম.সি সভাপতি আলহাজ¦ ডাক্তার আবদুল জব্বার ও প্রধান শিক্ষক সাংবাদিক
রাশেদুল হাসান কামরুল। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা