• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হলেন ফার্মেসী মালিক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সানাউল হুদা (৪৩) নামের এক ফার্মেসী মালিক নিহত হয়েছেন। নিহত সানাউল হুদা জেলা সদরের জোড়দিয়া গ্রামের মরহুম ডাক্তার শেখ আবুল হোসেনের ছেলে। শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ব্যাংদহা-বুধহাটা সড়কের নজরুল মেম্বরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি মেম্বর আবু ছালেক জানান, মাটি বহনকারি ট্রাক্টরের নিচে চাপা পড়ে ব্যাংদহা বাজারের ফার্মেসী মালিক শেখ সানাউল হুদার (৪৩) মৃত্যু হয়েছে।

শুক্রবার জুম্মার আজান দিলে শেখ সানাউল হুদা ব্যাংদহা বাজারে অবস্থিত তার ফার্মেসী বন্ধ করে মোটরবাইকে সাতক্ষীরা সদরের জোড়দিয়া শেখপাড়া ফিরছিল, তিনি জোড়দিয়া গ্রামের পশ্চিমপাড়া পৌছালে দুটি মাটি বহনকারী ট্রাক্টর মুখোমুখি ক্রস করছিল। এমন সময় ট্রাক্টর চালক সানাউলের মোটরবাইকে ধাক্কা দেয়। এতে সানাউল মাটিবহনকারি ট্রাক্টরের নিচে মোটরবাইকসহ চাপা পড়ে। ট্রাক্টরটি তার পেটের উপর দিয়ে টেনে হিছড়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে সানাউল হুদাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ট্রাক্টর চালক (অজ্ঞাত) দুর্ঘটনার পর পালিয়ে যায়। ট্রাক্টরটি পশ্চিম জোড়দিয়ার মহসিন আলির বলে জানা গেছে। জোড়দিয়া শেখপাড়ার শেখ সানাউল হুদার পিতা ডা: আবুল হোসেন জোড়দিয়া ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি কিছুদিন আগে কিডনিজনিত অসুস্থতায় মারা যান। সেই শোক এখনও পরিবার সামলিয়ে উঠতে পারেননি। এমনি এক সময়ে সানাউল হুদার মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা