• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে কারিতাস খুলনা অঞ্চলের ত্রৈমাসিক সমন্বয় সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

শ্যামনগরে কারিতাস খুলনা অঞ্চলের CIMMS প্রকল্পের উদ্যোগে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে (স্থানীয় সরকার, এনজিও, সিবিও, স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান, অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, সরকারী বিভিন্ন সেবাদানকারী দপ্তর- কৃষি, মৎস্য,স্বাস্থ্য ও সমাজ সেবা) ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ৷  ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০ টায় কারিতাস খুলনা অঞ্চলের অধিনে  রমজাননগর ইউনিয়ন পরিষদের হল রুমে বাংলাদেশ ও ভারত সিমান্ত এলাকায় সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (CIMMS) প্রকল্পের অধীনে অভিবাসন, আধুনিক দাসত্ব এবং পাচারের শিকার ব্যক্তি ও তার পরিবারের অধিকার ও মর্যাদা রক্ষায়  বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে (স্থানীয় সরকার, এনজিও, সিবিও, স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান, অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, সরকারী বিভিন্ন সেবাদানকারী দপ্তর- কৃষি,মৎস্য,স্বাস্থ্য,সমাজ সেবা) ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।  ত্রৈমাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন সহ  ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যাগন ৷  ইউনিয়নে কার্যরত সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সোসাল মিডিয়া প্রতিনিধি সহ  ৩০ জন অংশগ্রহনকারী সমন্বয় সভায় অংশগ্রহন করেন। শরিফুল ইসলাম (UDW- রমজাননগর) এর সঞ্চলনায় প্রকল্পের পক্ষে বিষয় ভিত্তিক  উপন্থাপন করেন প্রকল্প কর্মকর্তা মি: এন্ড্রিকো মন্ডল।

সমন্বয় সভায় ইউনিয়নে অভিবাসন, আধুনিক দাসত্ব ও  মানব পাচারের বর্তমান অবস্থা, ভিকটিম ব্যক্তি ও তার পরিবারের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য (রাষ্ট্র,সরকারী সেবা দানকারী দপ্তর সমূহ, সমাজ,ব্যক্তি,এনজিও, সোসাল মিডিয়া) প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের পক্ষথেকে আরো উপস্থিত ছিলেন মিসেস নেল্লা সরকার ও মি: সুজন সেন (UDW) সহ প্রমূখ ব্যক্তি বর্গ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা