• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩  

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী যুবতীকে ছয়মাস ধষর্ণের ফলে অন্তসত্বা হওয়ার ঘটনায় ১৬৩নং পূর্ব রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রধান শিক্ষক আব্দুস সবুর গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের মৃত আবু ছাদেম গাজীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার সোরা গ্রামের প্রতিবন্ধী যুবতী তার ভাগ্নেকে ১৬৩নং পূর্ব রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়ে যাওয়া আসা করতো। এ সুবাদে প্রধান শিক্ষক আব্দুস সবুরের কুনজরে পড়ে ওই প্রতিবন্ধী যুবতী ওপর। এক পর্যায়ে আব্দুস সবুর স্কুলের সরকারি বিস্কুট ও নগদ টাকা দিয়ে তার সাথে সখ্যতা গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের অফিসে ও নিজ বাড়িতে নিয়ে ৬ মাস ধরে ধর্ষণ করে। একপর্যায় ওই প্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অন্তঃসত্ত্বা হওয়ার পর বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে প্রধান শিক্ষক আব্দুস সবুরকে বিয়ের কথা বলে।

কিন্তু তিনি বিয়ে করতে অস্বীকার করেন। এ ঘটনায় ওই যুবতীর ভাই বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার রাতে প্রধান শিক্ষকের বাড়ি তেকে গ্রেফতার করে।

শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) মো: শাখাওয়াত হোসেন জানান, প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় প্রধান শিক্ষক আব্দুস সবুরকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা