• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় ট্রলারসহ ৪ ভারতীয় জেলে আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  

বনবিভাগের পশ্চিম সুন্দরবনের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা নিরাপত্তা টহল দেওয়ার সময় বাংলাদেশ জলসীমানায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারকালে ট্রলারসহ চার ভারতীয় জেলেকে আটক করেছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ১টি ট্রলার ও মাছ ধরা জালসহ আনুসাঙ্গিক মালামাল উদ্ধার করে আভিযানিক দল। আটক জেলেরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগুনা জেলার বাসন্তী থানার চরখালী বাহার গ্রামের মৃত সুবোদ মন্ডলের ছেলে সুজিত মন্ডল (৪৫), রিতেন মজুমদারের ছেলে অনুপ মজুমদার (৪৫), গোপাল মন্ডলের ছেলে গৌরঙ্গ মন্ডল (৪০) ও জীবনতলা থানার বেতবাড়িয়া গ্রামের শ্রীনাথ হাওলাদারের ছেলে শংকর হাওলাদার (৪৮)। ঊন বিভাগ সূত্র জানায়, পশ্চিম সুন্দরবনের স্মার্ট পেট্রোল টিমের প্রধান কাচিকাটা বনস্টেশন অফিসার (এসও) নির্মল কুমারের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের বাইর মান্দারবাড়িয়া এলাকা নিরাপত্তা টহল দিচ্ছিল। এসময় বাংলাদেশ জলসীমানায় অবৈধ অনুপ্রবেশ করে মান্দারবাড়িয়া এলাকায় মাছ শিকারের অভিযোগে উল্লেখিত চার ভারতীয় জেলেকে আটক করা হয়। অভিযানকালে জেলেদের ব্যবহৃত ১টি ট্রলার ও মাছ ধরা জালসহ আনুসাঙ্গিক মালামাল উদ্ধার করে আভিযানিক দলটি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা