• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩  

সাতক্ষীরার শ্যামনগরে কর্মস্থলে দায়িত্ব পালন কালীন নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক পারভেজ আলম (৩০) নামে এক বিজিবি (৮৯৩৯২) সদস্য আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৪ টার দিকে ১৭ ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে। মৃত বিজিবি সদস্য নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামের মৃত হেলাল উদ্দীনের ছেলে।

সহকর্মীরা গুরতর আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা তাকে মৃত ঘোষণা করেন। তবে, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ডাক্তার নিশ্চিত করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বিজিবি সদস্যের মৃত্যু হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে মৃত বিজিবি সদস্যের লাশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ আহম্মেদ আলী ও ডাঃ তামিম হোসেন জানান, বুকের বাম পাশে গুলি লেগে পারভেজ আলমের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে ১৭, নীলডুমুর বিজিবি’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কামরুল হাসানের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা