• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে র‌্যাবের অভিযান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য মেশানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এ সময় চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু তিন ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
র‌্যাব জানায়, খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষণীয় করছে।
এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি দুপুর ১টায় র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল ও উপজেলা মৎস অফিসার আশাশুনির সমন্বয়ে সাতক্ষীরার আশাশুনি থানাধীন মহিষকুড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অবৈধভাবে চিংড়ি মাছের ভিতর বিষাক্ত কেমিক্যাল ও অপদ্রব্য জেলি পুশ করা অবস্থায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করা হয়। এ সময় মৎস পণ্য বিধিমালা ১৯৯৭ এর বিধি ৪(৪) ধারা লংঘন করায় আশাশুনির ইয়াহিয়া মোল্যার ছেলে আল-মামুন, মৃত আছের সরদারের ছেলে মো: শাহজাহান এবং মদন মোহন মন্ডলের ছেলে রাকেশ মন্ডলকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানে ২০০ কেজি চিংড়ি, বিষাক্ত জেলি ৮০ কেজি, সিরিঞ্জ ৬০টি উদ্ধারপূর্বক ধ্বংস করা হয়।
অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে বিধি মোতাবেক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা