• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

একমাসেও সাতক্ষীরায় চুরি যাওয়া সাড়ে ১৫ লাখ টাকা উদ্ধার হয়নি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২  

দীর্ঘ একমাস অতিবাহিত হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত গফ্ফারের চুরি যাওয়া পনের লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজও উদ্ধার করা সম্ভব হয়নি। টাকা উদ্ধার না হওয়ায় হতাশায় দিন পার করছেন ক্ষতিগ্রস্ত আব্দুল গফ্ফার।
এজাহার সূত্রে জানাগেছে, গত ২৬ অক্টোবর রাত ১০টার পরে সাতক্ষীরা সদর উপজেলার বড়খামার গ্রামে আব্দুল গফ্ফার কারিকরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এব্যাপারে ক্ষতিগ্রস্ত আব্দুল গফ্ফার সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেন। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়খামার গ্রামের ইমান আলী কারিকরের ছেলে আব্দুল গফ্ফার গত ২৬ অক্টোবর বুধবার রাত ১০টার সময় পরিবারের সদস্যদের নিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন।
রাতের যে কোন সময় চোর চক্র বিল্ডিং এর নিচের ক্লপসিকল গেটের তালা ভেঙে দ্বিতীয় তলায় উঠে আব্দুল গফ্ফারের ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের তালা ভেঙে ১৫ লক্ষ ৫০হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আব্দুল গফ্ফারের স্ত্রী ফজরের নামাজ পড়তে ঘর থেকে বারান্দায় এসে দেখতে পান তাদের ক্লপসিকল গেটের তালা নাই।
এসময় গফ্ফারের স্ত্রী তাদের বাড়ির অন্য সদস্যদের ডেকে তোলেন। চুরির বিষয়টি বুঝতে পারেন। এব্যাপারে আব্দুল গফ্ফার সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেন, পরে তদন্ত শেষে ৮ই নভেম্বর সাতক্ষীরা সদর থানায় মামলা এজাহারভূক্ত হয়, এজাহারভূক্ত মামলা একমাস অতিবাহিত হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত গফ্ফারের ১৫,৫০,০০০ ( পনের লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা আজও উদ্ধার করতে সক্ষম হয়নী সদর থানা পুলিশ।
জানা যায়, গত বুধবার বড়খামার চুরি যাওয়া টাকার ব্যাপারে সাহেব আলীর ছেলে শাহাজান কে আটক করে পুলিশ এবং সন্ধেহভাজন আরও ছয়জন তালিকাভূক্ত রয়েছে। তাদের আটক করে ক্ষতিগ্রস্ত গফ্ফারের টাকা উদ্ধারের জন্য পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা