• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় শিশু পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২  

দেবহাটায় সাংবাদিকদের নিয়ে শিশু পুষ্টি এবং ওয়াশ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় দেবহাটা উপজেলা পরিষদ সভাকক্ষে সেভ দ্যা চিলড্রেনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্ট উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অফিসার তানজিমা আক্তার এবং অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার অনিন্দিতা বিশ্বাস।

উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার কিফায়েত উল্লাহ চৌধুরী (শাকিল), দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুল, ডেইলি সান পত্রিকার স্টাফ রিপোর্টার আল-আমিন, বাংলা ভিশনের ক্যামেরা পার্সন রজিবুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি সাজিয়া আফরিন ও সুমাইয়া খাতুন মিম, দেবহাটা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, সাবেক অর্থ সম্পাদক কবির হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাবেক কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, সদস্য সুজন ঘোষ, দিপঙ্কর বিশ্বাস, সুমন বাবু, সজল রহমান, কুলিয়া অঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডাঃ ওহিদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য যে, দেবহাটা উপজেলা উপকূলীয় অঞ্চলে হওয়ায় এই এলাকার শিশুরা পুষ্টি এবং নিরাপদ পানি ও সঠিক সেনিটেশন পাবে এই লক্ষ নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা