• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তালায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২  

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ- এ শ্লোগান সামনে রেখে তালায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষ্যে সোমবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাসের পরিচালক শেখ ইমান আলী সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

ডিজিটাল মেলায় ২০টি সেবামূলক স্টল খোলা হয়। বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ভিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান স্থাপন বিষয়ভিত্তিক ৪টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা