• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তালায় গাঁজা গাছের সন্ধান পেল পুলিশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২  

সাতক্ষীরার তালা থানা পুলিশের অভিযানে তালা থানাধীন কিসমত ঘোনা গ্রামে অবস্থিত  দিদার মোড়লের ঘেরের ভেড়ি থেকে দুটি গাজা গাছ উদ্ধার করেছে তালা থানা পুলিশ। দিদার মোড়ল হলেন  তালা থানার দেওয়ানীপাড়া গ্রামের বাসিন্দা ও  উদ্দিন মোড়লের পুত্র। তিনি তালা সরকারি উচ্চ বিদ‍্যালয়ের অফিস সহায়ক পদে চাকুরী করেন এবং একজন ঘের ব‍্যবসায়ী।

তালা থানার এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার(০৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে কিসমতঘোনা গ্রামে অবস্থিত দিদার মোড়লের ঘেরের ভেড়ি থেকে দুটি গাজা গাছ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

এব‍্যাপারে এসআই নাসির উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিসমতঘোনা গ্রামে অবস্থিত দিদার মোড়লের ঘেরের ভেড়িতে  চক্ষু আড়ালে সুন্দর ভাবে দীর্ঘদিন ধরে এই গাঁজা গাছ পরিচর্যায় করে  আসছে।তারই পরিপেক্ষিতে শুক্রবার বেলা ১২ টার দিকে আমি ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ভেড়ি থেকে দুটি গাজা গাছ উদ্ধার করে থানা নিয়ে আসি।

ব‍্যাপারটি নিয়ে দিদার মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি লোকমারফত জানতে পেরেছি আমার ঘেরের পূর্বদিক থেকে পুলিশ দুটি গাজা গাছ উদ্ধার করেছে। চার মাস পূর্বে আমি মৎস্য চাষের জন‍্য জায়গাটি জমির মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে মৎস্য চাষ করছি।কিন্তু ঐ স্থানে কে বা কারা এই গাছ লাগিয়েছে সেটা আমি অবগত নয়।

এ ব‍্যাপারে তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, যে  যারা এই কাজে জড়িত আছে তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনা হবে। নিউজ লেখা পর সন্ধার পরে জানতে পারি দিদার মোড়ল  আটক হয়েছে। তবে এ বিষয়ে তালা থানা  অফিসার ইনচার্জ এর কাছে ফোনে জানতে চাইলে  তিনি বলেন যে  আমি থানার বাইরে আসি থানার ভিতরে গেলে বিষয়টা জানাতে পারবো।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা