• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার বিছট গ্রামে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২  

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর আওতাধীন ৭/২ নম্বর পোল্ডারের আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট মোড়ল বাড়ির সামনে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। রোববার (৯ অক্টোবর) ভোর রাত তিনটার দিকে হঠাৎ বেড়িবাঁধের প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে খোলপটুয়া নদীতে ধসে পড়ে।

এদিকে বিছট গ্রামের ক্ষতিগ্রস্ত ভেড়িবাঁধ সংস্কার কাজ চলমান অবস্থায় বসতবাড়ি সংলগ্ন পাউবো’র বেড়িবাঁধ হঠাৎ করে নদীগর্ভে ধ্বসে পড়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙ্গন আতঙ্কে অনেকে তাদের মূল্যবান জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেয়া শুরু করেছে।

বিছট গ্রামের আবদুল হাকিম মোড়ল জানান, আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙ্গন গতকাল ঝুকি মুক্ত হলেও পরিকল্পনা মাফিক ঝুকি মুক্ত না করায়, রাতের মধ্যে ৫০ মিটার ভেড়ি বাঁধ হঠাৎ করে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কান্ট্রি সাইটে ডাম্পিং না করলে দুপুরের পূর্ণিমার জোয়ারে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিতা হয়ে যাবে। উপায়ান্ত না দেখে গ্রামবাসী ইতিমধ্যে তাদের তল্পি তল্পা গোছগাছ করা শুরু করেছে।

পাউবো’র ৭/২ পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ড বিভাগ -২ এর সেকশন অফিসার (এসও) আলমগীর হোসেন বলেন, বিছট গ্রামের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে।শনিবারও ঠিকাদারের লোকজন ওই বাঁধে সংস্কারের কাজ করেছে। রাতে হঠাৎ করে বেড়িবাঁধের প্রায় ৫০ ফুট এলাকায় জড়িয়ে খোলপেটুয়া নদীতে ধসে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।ৃ

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা