• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পাটকেলঘাটায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয়  দূর্গা উৎসব উপলক্ষে  সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাটকেলঘাটা  কপোতাক্ষ নদের তীরবর্তী বাজারে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউ.পি চেয়ারম্যান শেখ আব্দুল হাই’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  তালা উপজেলা  নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, পাটকেলঘাটা থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাঞ্চন কুমার রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হারুন অর রশিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফার, পাটকেলঘাটা গ্রাম্য ডাক্তার কল্যান সমিতির সভাপতি হাদিউজ্জামান, তালা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রেজাউল করিম, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অজিত ঘোষ, বাজার মসজিদের ইমাম মাওলানা মইনুদ্দীন বুখারী, আ”লীগ নেতা সজল নন্দী প্রমুথ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন,  আজ তালায়  একটা মন্দির ভাংচুর হয়েছে এটা অত্যান্ত নিন্দনীয় ।

মন্দিরে নিরাপর্তা কথা ভেবে সরকার  প্রতিটি মন্দির সিসি ক্যামরা লাগানোর নির্দেশনা দিয়েছে। আপনার সকলে সরকারী নির্দেশনা মেনে  চলবেন। কোথাও  কোন অপৃতিকর ঘটনা না ঘটে  অপৃতিকর কোন ঘটনা এড়াতে সকলকে  সজাক থাকার অনুরোধ জানান তিনি।  বিশেষ অতিথির বক্তব্যে পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায়  বলেন, কিছু সামাজিক কীট। রয়েছে  তারা কখনও  দেশের ভাল চায়না। যারা সুযোগ সন্ধানী রয়েছে  আমাদের উচিত তাদের সমাজ থেকে  বহিস্কার করা।

৯৯জন ভাল লোকের মধ্যে একজন ডাকাত থাকলে তাকে নিয়ন্ত্রন করা না হলে পুরো  সমাজ নষ্ট হয়ে যেতে পারে ।আসন্ন দূর্গা পূজার সময় দেশের সংখ্যালঘু নিষ্পেতি করে বিশ্বের দরবারে তাদের সার্থ হাসিলের চেষ্টা করছে একদল স্বাধীনতা বিরোধী শক্তি।  কোন ব্যাক্তি বা দল কোন প্রকার  দূর্ঘটনা ঘটনা ঘাটাতে না পারে সে জন্য চারিদিকে  প্রশাসনের কঠোর  নজরদারি রয়েছে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন,,সরুলিয়া ইউনিয়নে ৮৬মসজিদের ইমাম সহ ২০টি পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদক।সভা শেষে প্রতিটি মন্দিরে  সিসি ক্যামেরা প্রতিস্থাপনের জন্য সাত হাজার টাকা তুলে দেওয়া হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা