• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় ফিরলেই দুই কৃতি ফুটবলারকে সংবর্ধনা দেয়া হবে : ডিসি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ নারী দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের বাড়ির ক্রসচিহ্ন মুছে দিয়েছে জেলা প্রশাসন। নতুন বাড়ি না করা পর্যন্ত তাদের ওই বাড়িতেই থাকার অনুমতি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ন কবিরের উপস্থিতিতে সড়ক ও জনপথ বিভাগের দেওয়া ক্রসচিহ্ন মুছে ফেলা হয়। এ সময় ১৩ নম্বর লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, মাসুরার বাবা রজব আলী, মা ফাতেমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ন কবির বলেন, ঢাকা থেকে সাতক্ষীরায় ফিরলেই দুই কৃতি ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হবে। এবং মাসুরার পরিবার যতদিন না নতুন বাড়ি করবে ততদিন সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ কার্যক্রম স্থগিত থাকবে ।

সাতক্ষীরা শহর থেকে চার কিলোমিটার দূরে বেতনা নদীর তীরে বিনেরপোতা এলাকায় মাসুরাদের বাড়ি। সেখানে তার মা-বাবা ও দুই বোন বসবাস করেন। সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে। সে হিসেবে মাসুরার বাড়িতে ক্রসচিহ্ন দেওয়া ছিল। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এদিকে, এরপরে সাতক্ষীরা শহরের সবুজবাগে সাবিনাদের বাড়িতে যান জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ন কবির। তিনি সাবিনাদের বাড়ির সকলের সাথে কুশলবিনিময় করেন।এবং তিনি সাবিনার মাকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান।

সাবিনার মা মমতাজ বেগম বলেন, সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। তিনি বলেন, আমাদের চাওয়া পাওয়া হচ্ছে সাবিনার একটি চাকরি এবং বাড়ির সামনের রাস্তাটি সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন জানান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা