• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার বিভিন্ন জলাশয়ে মৎস্য অধিদপ্তরে কার্প জাতীয় মাছ অবমুক্ত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২  

আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়, পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্য কার্যক্রমের উদ্বোধন করা হয়। মৎস্য অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১১ ইউনিয়নের ২৫ টি (আংশিক) প্রাতিষ্ঠানিক জলাশয়, পুকুরে ৪৮৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার সকাল ১০টা অবুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।

উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ও সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনের পরপরই উপজেলার ১১ ইউনিয়নে নির্ধারিত পুকুর জলাশয়ে মাছ অবক্তকরণ কাজ পরিচালনা করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, পিআইও মোঃ সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা