• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২  

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠনেরর নবনির্বাচিত সভাপতি মোঃ আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবদুল মালেক গাজী। শিক্ষক নেতা মোঃ নজিবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোস্তাফিজুর রহমান, আবু তালেব, সুলতানা নার্গিস, মোঃ আবদুল জব্বার, সজিব উদ দৌলা, মোঃ মোস্তফা বাকী বিল্লাহ শাহী, আল কালাম আবু অহিদ, সিরাজুল ইসলাম, নিলুফা বানু, দুলাল চন্দ্র সানা, গোলাম কিবরিয়া, জেবুন্নেছা পারভীন, আসাদুজ্জামান, গোপাল চন্দ্র মন্ডল, মোঃ মোমিনুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মোঃ এমাদুল ইসলাম, মোঃ নাজমুল কবির, রুস্তম আলী, জহুরুল ইসলাম, মাওঃ আক্তারুজ্জামান, মাখনলাল বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সাতক্ষীরাসহ সারা দেশে শিক্ষক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শিক্ষকরাই জাঁতি গড়ার কারিগর। সেই শিক্ষকরাই আজ নির্যাতনের শিকার হচ্ছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার উল্লেখ করে বক্তারা আরও বলেন নানাভাবে শিক্ষকরা আজ বঞ্চিত। মুজিব বর্ষে শিক্ষা জাতীয়করণেরর আশা করেছিল সারা দেশের শিক্ষকরা। কিন্তু শিক্ষকদের সেই আশা পূরণ হয়নি। ২০২৩ সাল থেকে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন হবে। নতুন শিক্ষানীতি বাস্তবায়নের ফলে আগামী প্রজন্ম বিজ্ঞান মনস্ক, দেশ প্রেমিক সুনাগরিক হয়ে গড়ে উঠবে। মহান মুক্তিযুদ্ধেরর চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার আন্দোলনে শিক্ষকরা অতন্ত্র সৈনিক হিসেবে নিরলসভাবে কাজ করছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকরা সর্বোত্তম  মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই শিক্ষকদের গায়ে হাত তুলে নির্যাতন করা হচ্ছে। বক্তারা শিক্ষক নির্যাতন বন্ধ করে শিক্ষাঙ্গনে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে শিক্ষা জাতীয়করণের দাবি জানান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা