• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ আগস্ট ২০২২  

সাতক্ষীরায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার (১২ আগষ্ট) সকাল ১০টায় শহরতলীর চালতেতলা কাথলিক চার্চ মিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠণ সিডো এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর সমাজসেবা কর্মকর্তা মোঃ শহীদুর রহমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাবেক ব্যাংক কর্মকর্তা হেনরী সরদার, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক বেলাল হোসেন, প্রতিবন্ধী পূর্ণবাসন কল্যান সমিতির সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে যুব সমাজের বিশেষ ভূমিকা রয়েছে। তবে ডিজিটাল যুগে মোবাইলের যথেচ্ছো ব্যবহার, মাদকাসক্তির প্রভাব, সংস্কৃতি ও শিক্ষাঙ্গন থেকে যুব সমাজের ছিটকে পড়া দেশ ও জাতির উন্নয়নে বাধা হয়ে দাড়িয়েছে। এসবের কুপ্রভাবে কিশোর গ্যাং তৈরির ফলে শহর ও জেলার বিভিন্ন স্থানে সহিংসতা বেড়ে যাচ্ছে। এর হাত থেকে বাচতে যুব সমাজকে শিক্ষার আলোকে আলোকিত হওয়ার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা ও যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট করতে হবে। পুথিগত শিক্ষার বাইরে বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। পরে কাথলিক চার্চ মাঠে যুব ও প্রবীনদের মাঝে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা