• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার সীমান্তে দুটি পিস্তলসহ অস্ত্র কারবারি আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ জুলাই ২০২২  

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ বদরুজ্জামান (৩৪) নামের একজন অস্ত্র কারবারিকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (২ জুলাই) সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দকৃত দুটি পিস্তলের মধ্যে একটি দেশি ও একটি বিদেশি। বদরুজ্জামান কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের দবির উদ্দীনের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৯ আরবি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কয়েকজন চোরাচালানি ও অস্ত্র ব্যবসায়ী অবস্থানের সংবাদ পেয়ে কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির টহলদল এই অভিযান চালায়। এ সময় সেখান থেকে দেশি ও বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ বদরুজ্জামানকে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র দুটির বাজার মূল্য লাখ টাকার উর্ধ্বে।

লে. কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক অস্ত্র কারবারির বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা