• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পাটকেলঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ জুন ২০২২  

পাটকেলঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কেরআন তেলোয়াত  পরে ফুল দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানানো হয় এবং সবশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফ্ফাররের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটনের ডি. আই. জি আলিম মাহামুদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ’লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম, সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার(তালা সার্কেল) সাজ্জাত হোসেন,  পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, প্রভাষক নাজমুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ইফটিজিং মাদক ও বাল্য বিবাহ সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে সংবিধানে ৭ অনুচ্ছেদে আছে আমাদেরকে জনগনের সেবা নিশ্চিত করা। বর্তমানে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাক রয়েছে। দেশ থেকে সন্ত্রাস জঙ্গি নির্মুল করার জন্য সর্বদা নিয়োজিত রয়েছে। এজন্য জনগনের পাশাপাশি  ছাত্রদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য: সম্প্রতি তালার কৃতি সন্তান রংপুর মেট্রোপলিটনের ডি আই জি আলিম মাহামুদ গ্রামের বাড়ি তেতুলিয়া গ্রামে  ছুটিতে বেড়াতে আসেন। তার এই আগমন উপলক্ষে পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজে এই মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা