• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ জুন ২০২২  

শ্যামনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কে অবৈধ স্থাপনা, ভ্রাম্যমান ব্যবসা এবং রাস্তার উপরে দোকানের বিভিন্ন মালামাল রেখে জনসাধারণের চলাচল বিঘ্ন ঘটায় বেশ কিছুদিন ধরে উপজেলা প্রশাসন কর্তৃক মাইকিং করে এগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু ব্যবসায়ীরা কোন কর্ণপাত না করে তারা বহাল তবিয়তে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ অফিসের অন্যান্য কর্মকর্তা, থানা পুলিশ, গ্রাম পুলিশ এবং শ্রমিকদের নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযানে উপজেলার চৌরাস্তা মোড় হতে মুক্তিযোদ্ধা সড়কের উভয় পাশের অবৈধ দোকান, রাস্তার ওপরে সিঁড়ি নির্মাণ, দোকানের সামনে ত্রিফল, ফ্লেক্সিলোডের ব্যবসা, দোকানের সামনে বিভিন্ন প্রকার সাইনবোর্ড সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং মুদি ব্যবসায়ী সুকুমার রায়কে ৫০০/= টাকা, ডাব ব্যবসায়ী আলমগীরকে ৫০০ টাকা, ফ্লেক্সিলোড ব্যবসায়ী নাজিবুল্লাহকে ৫০০ টাকা ও ভাজা দোকানদার মালেককে ৫০০ টাকা জরিমানা করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন জনসাধারণের উদ্দেশে বলেন, অবশিষ্ট জায়গাগুলো থেকে স্ব স্ব দায়িত্বে প্রত্যেকের দোকানের সামনে থেকে মালামাল সরিয়ে রাস্তার জায়গা ছেড়ে দিতে হবে, চলাচলের কোন বিঘ্ন ঘটানো যাবেনা। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জনহিতকর এমন কাজ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অত্র এলাকার সুধীমহল।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা