• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে স্যাটেলাইট ট্রান্সমিটার সংযুক্ত কচ্ছপ উদ্ধার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ জুন ২০২২  

সাতক্ষীরার কালিগঞ্জের তিন নদীর মোহনায় মাছ ধরার সময় জেলের জালে স্যাটেলাইট ট্রান্সমিটার ও ক্যামেরা বসানো বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার (এসও) নুরুল আলম জানান, শুক্রবার বিকেলে কালিগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী, ইছামতি ও কাঁকশিয়ালী নদীর মোহনায় মাছ ধরার সময় আব্দুল আজিজ নামের এক জেলের জালে আটকে পড়ে কচ্ছপটি। এ সময় জেলে আজিজ ও স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। স্থানীয়দের পাওয়া খবরের ভিত্তিতে স্যাটেলাইট ট্রান্সমিটার ও ক্যামেরা বসানো বিরল প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা। 

তিনি জানান, কৈখালী ফরেস্ট স্টেশনের অফিসার হারুন কচ্ছপটি নিয়ে বুড়িগোয়ালিনী পথে রওয়ানা দিয়েছেন। শনিবার সকালে কচ্ছপটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা