• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বাংলাদেশ ভারতের বন্ধু দেশ একই মায়ের দু’টি সন্তান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ভারত সরকার কর্তৃক প্রদত্ত এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে খুলনাস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার রাজেশ কুমার রায়না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির হাতে  এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। 
রাজেশ কুমার রায়না এ সময় বলেন, বাংলাদেশ ভারতের বন্ধু দেশ। একই মায়ের দু’টি সন্তান। ভারত সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। তেমনি বাংলাদেশও ভারতের পাশে রয়েছে। আগামীতেও যে কোন অগ্রযাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, মেডিকেল কলেজের তত্ত¡াবধায়ক ডাঃ শেখ কুদরত-ই খুদা, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কাজী আরিফ আহমেদ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা