• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার ১৬ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আ’লীগ ৯, বিদ্রোহী ৫

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২  

প্রথম ধাপে সাতক্ষীরার তিন উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৯ জন, বিদ্রোহী (আ’লীগ) ৫ জন, জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) ২ জন ও বিএনপি সমর্থিত (স্বতন্ত্র) একজন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

ফলাফলে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে মধ্যে যারা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, শোভনালী ইউনিয়নে মাওলানা আবু বকর সিদ্দিক (জামায়াত), বুধহাটায় মো. মাহবুবুল হক ডাবলু (আ’লীগ), কুল্যায় ওমর সাকী ফেরদৌস পলাশ (আ’লীগ বিদ্রোহী), দরগাহপুরে শেখ মিয়ারাজ আলী (আ’লীগ), আশাশুনি সদরে এস এম হোসেনুজ্জামান (আ’লীগ), শ্রীউলা দীপংকর বাছাড় দিপু (আ’লীগ বিদ্রোহী), খাজরায় এসএম শাহনেওয়াজ ডালিম (আ’লীগ), আনুলিয়ায় রুহুল কুদ্দুস (বিএনপি), প্রতাপনগর হাজী মো. দাউদ আলী (জামায়াত) ও কাদাকাটি দীপঙ্কর কুমার সরকার দীপ (আ’লীগ)। এই উপজেলায় বড়দল ইউনিয়নের দুটি কেন্দ্রে ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় এখানকার ফলাফল এখনও জানা না গেলেও আ’লীগ বিদ্রোহী জগদীশ চন্দ্র সানা ৮২৫ ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দী রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আজহারুল ইসলাম মন্টু।

এছাড়া শ্যামনগর উপজেলার তিনটি ইউনিয়নে যারা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, ভুরুলিয়া ইউনিয়নে জাফরুল আলম বাবু (আ’লীগ), শ্যামনগর সদরে অ্যাড. জহুরুল হায়দার বাবু (আ’লীগ) ও ইশ্বরীপুরে অ্যাড. জিএম শোকর আলী (আ’লীগ) এছাড়া কলারোয়া উপজেলায় দুটি ইউনিয়নে যারা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, কেরালকাতা ইউনিয়নে স.ম গোলাম মোর্শেদ (আ’লীগ) ও কুশোডাঙ্গা গাজী সাঈদ আলী (আ’লীগ বিদ্রোহী)।

এনিয়ে সাতক্ষীরা জেলায় ৭৮টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ছাড়া সব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হল।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা