• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় চোরাকারবারি আটক, পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১  

সাতক্ষীরায় বিজিবি’র পৃথক অভিযানে দুই কেজি ৪শ’ গ্রাম ভারতীয় রূপার গহনাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি পিস্তল। সোমবার (২০ ডিসেম্বর) কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকে রূপার গহনা ও বাকসা মাঠ থেকে পিস্তল উদ্ধার করা হয়।

আটক চোরাচালানীরা হলো, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামে মোঃ সিরাজুল ইসলাম গাজীর ছেলে মোঃ আরিফুল ইসলাম গাজী (৪৫) ও একই গ্রামের মোঃ জাঙ্গাগীর হোসেন গাজীর ছেলে মোঃ শহীদ হাসান গাজী (৪২)।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অওতাধীন কাকডাঙ্গা বিওপি’র হাবিলদার কাউসার খন্দকার জানান, কয়েকজন চোরাচালানী ভারতীয় রূপার গহনা নিয়ে সীমান্তের দিক থেকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে টহল দলের বিজিবি সদস্যরা কলারোয়া উপজেলার কেঁড়াগাছি এলাকায় একটি মটরসাইকেলের গতিরোধ করা হয়। এসময় মটরসাইকেল চালক ও আরোহী আরিফুল এবং হাসানের দেহ তল্লাশী করে দুই কেজি ৪শ’ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করা হয়। আটক করা হয় আরিফুল এবং হাসানকে।

এদিকে বিজিবি তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার ল্যাঃ নায়েক মোঃ ডালিম মিয়ার নেতৃত্বে সোমবার সকালে অপর এক অভিযানে কলারোয়া উপজেলার বাকসা মাঠে পরিত্যাক্ত সেচ ডিপ টিউবওয়েলের পাইপের কাছ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ পৃথক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা