• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় আখেরি মোনাজাতে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১  

দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (২১ নভেম্বর) শেষ হয়েছে সাতক্ষীরার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। সাতক্ষীরা পৌর এলাকার গড়েরকান্দা মন্টু মিয়ার ইটভাটা ময়দানে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এই ইজতেমা। আখেরি মোনাজাতে অংশনেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

প্রথম দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জেলা ইজতেমায় অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। একই সাথে দেশের অগ্রগতি ও শান্তি কামনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান তিনি।

পরম করুণাময় মহান আলল্লহ তাআলার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গড়েরকান্দা মন্টু মিয়ার ইটভাটা ময়দানে তিন দিনব্যাপী এই আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা সমবেত হন সাতক্ষীরার এই ইজতেমা ময়দানে।

বিশ্ব মুসলমান জাতির শান্তি ও কল্যানে ফজরের নামাজের পর বয়ান শেষে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশারফ কাকরাইল ঢাকা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা