• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালীগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে মতবিনিময় সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১  

কালীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধি মেনে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মাঠে প্রতিদ্বন্দ্বীকারি চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী, ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে নির্বাচনী আচরণবিধি সহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সাভার উপজেলার ১২ টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, নির্বাচনী প্রচার-প্রচারণা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ ,নির্বাচন আচরণবিধি পাঠ করে শোনান উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অনুস গায়েন, কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান বাপ্পি, উপজেলা মৎস্য অফিসার ও রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার ইকবাল আহমেদ ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার রিটার্নিং অফিসার ডাক্তার মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ, অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন, আগামী ২৮ শে নভেম্বর ২০২১ রবিবার কালীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা