• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ইয়াসের আঘাতে ঘরহীন, নৌকাতেই সন্তানের জন্ম

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১  

ঘূর্ণিঝড় ইয়াসের দগদগে ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন তারা। সে সময় বেড়িবাঁধ ভেঙে চারদিকে জোয়ারের পানি ঢোকে। নদীগর্ভে ঘর হারিয়ে মাছ ধরার নৌকাতেই পরিবারের সাত সদস্য নিয়ে বসবাস করছেন ইয়াকুব আলী। সেই নৌকাতেই সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী মিনার বেগম।

ইয়াকুব সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা এলাকার বাসিন্দা। তিনি বলেন, ‘বেড়িবাঁধে ভাঙনের ফলে খোলপেটুয়া নদীর জোয়ার-ভাটায় আমাদের বসবাসের ঘরটি নদীগর্ভে বিলীন হয়েছে। থাকার জায়গা না পেয়ে গত তিন মাস ধরে জীবিকার একমাত্র অবলম্বন নিজের মাছ ধরার নৌকাতেই বসবাস করছি। মঙ্গলবার নৌকাতেই আমার পুত্র-সন্তান জন্ম নেয়। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছে।’

তিন মাস ধরে জীবিকার একমাত্র অবলম্বন মাছ ধরার নৌকাতেই বসবাস করছেন তারাপ্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, তিন মাসেও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি মেরামত না হওয়ায় ইয়াকুব আলীর মতো অনেক জেলে পরিবার এখনও নৌকাতে বসবাস করছেন। অনেকে বেড়িবাঁধের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এলাকা ছেড়েছে শত শত পরিবার।

তিনি বলেন, ‘ইচ্ছা থাকলেও আশ্রয়কেন্দ্রে সবাইকে জায়গা দেওয়া যাচ্ছে না। অনেকে ভিটেমাটি ছেড়ে আসতে চাচ্ছেন না। বাঁধ মেরামতের কাজ শুরু হলেও কতদিন সময় লাগবে জানি না।’

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ‘চলতি বছরের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের সময় অতিরিক্ত জোয়ারের চাপে বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ৮০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। ইতোমধ্যে বন্যতলা বাঁধটি মেরামতের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ঠিকাদার নিয়োগ করেছে। তারা কাজ শুরু করছে। আশা করছি, এই শুষ্ক মৌসুমের মধ্যেই বাঁধটির কাজ শেষ হবে।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা