• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মা ও প্রতিবন্ধী বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিলো ছেলেরা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

সাতক্ষীরার শ্যামনগরে বাড়ি ও জমি দখলের লক্ষ্যে প্রতিবন্ধী বোনসহ মাকে তাড়িয়ে দিয়েছে ছেলেরা। গত দেড় মাস যাবত বৃদ্ধ মা চারুবালা তার প্রতিবন্ধী মেয়ে মনাকে সরকারকে নিয়ে আশ্রয়হীন হয়ে ঘুরছেন এখানে ওখানে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটগাছা গ্রামের সুশীল সরকারের স্ত্রী চারুবালা জানান, মৃত্যুর আগে স্বামী তার নামে ভিটাবাড়িসহ দুই বিঘা জমি লিখে দিয়ে যান। সেই থেকে তিনি তার প্রতিবন্ধী মেয়ে মনা ও তিন ছেলে আশুতোষ, মনোরঞ্জন ও অরুনকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন। বাড়ির কাছেই বিয়ে দেন মেয়ে আরতি ও পাতি সরকারকে।

অভিযোগ করে তিনি বলেন, বেশ কিছুদিন আগে থেকে তিন ছেলে তার নামে থাকা জমি নেওয়ার জন্য তার উপর চাপ দিতে থাকে। তিনি জমি তিন ভাই ও তিন বোনকে সমানভাগে ভাগ করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় ছেলেরা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এই নিয়ে বিরোধের জেরে একমাস আগে চারুবালাকে তার প্রতিবন্ধী মেয়েসহ বাড়ি থেকে নামিয়ে দেয় ছেলে আশুতোষসহ অন্যরা । এরপর থেকে তিনি প্রতিবন্ধী মেয়ে মানাকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। তার অপর দুই মেয়েও ঠাঁই পাচ্ছে না ওই বাড়িতে।

চারুবালা আরো বলেন, আমি শ্যামনগর থানাসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছি। কিন্তু আমার নামীয় জমি ও বাড়ি আজও ফিরে পাইনি।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার উপ-পরিদর্শক(এসআই) কামাল হোসেন বলেন, আমি অভিযোগ পেয়ে তাদের বাড়িতে যেয়ে বিষয়টি মৌখিকভাবে নিষ্পত্তি করে দেই। নতুন করে আবার কোনো ঝামেলা হয়েছে কিনা তা আমার জানা নেই। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা