• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১  

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মারুফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগিতায় মারুফ হোসেনকে গ্রেফতার করে কলারোয়া থানা পুলিশ। মারুফ হোসেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভুট্টোলাল গাইন ও তার নেতাকর্মীদের ওপর হামলা মামলার আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কলারোয়া উপজেলার ৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়নে রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌকা প্রতীকের প্রার্থী ভূট্টোলাল গাইনসহ ১০ জন আহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও মারুফ হোসেনসহ ৩৮ জনকে আসামি করে ভূট্টোলাল গাইনের স্ত্রী শ্যমলী রানী গাইন বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেন।

 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা