• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় জাতীয় শোক দিবস উদযাপনে ভার্চুয়াল আলোচনা সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ আগস্ট ২০২১  

দেবহাটায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।

জুমে’র মাধ্যমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা থানার ওসি তদন্ত ফরিদ আহম্মেদ, কৃষি অফিসার শরীফ মো তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, শিক্ষা অফিসার শাহজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজ সেবা কর্মকর্তা অধির কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,ভারপ্রাপ্ত আনছার ভিডিপি কর্মকর্তা নার্গিস পারভীন প্রমুখ।

বিভিন্ন সরকারী-বে সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠানের ব্যবস্থা করাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিসবটি পালনের সিদ্ধান্ত হয় সভায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা