• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ প্রদান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ আগস্ট ২০২১  

সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত আমন ধানের বীজ সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার আয়োজনে ও কৃষিসম্প্রসারন অধিদপ্তর শ্যানগরের সহযোগিতায় রোববার দুপুরে উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের হলরুমে ৩০০ কৃষকের মাঝে তিন কেজি করে আমন ধানের বীজ সহায়তা প্রদান করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহি অফিসার আ.ন.ম আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন, প্রধান অতিথি গাজীপুর বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মোঃ শাহজান কবির। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা জেলার উপ-পরিচালক কৃষিবিদ জনাব আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ব্রি বিনেরপোতা এর প্রধান ডঃ মোঃ মফিজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, ব্রি বিনেরপোতা এর এস এস ও জনাব ইমরানুল্লাহ সরকার , কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ লতিফুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জিয়াউল হক প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা