• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কের রাস্তার কাজ উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ আগস্ট ২০২১  

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের মরিচ্চাপ নদীর চরে মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কের রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ রাস্তার কাজের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন একসময় মরিচ্চাপ নদীর ধারে বিস্তীর্ণ এলাকাজুড়ে চর জেগে ওঠে এবং একটা শ্রেণির মানুষ এই চর দখলের পায়তারা শুরু করে। তখন এটাকে রক্ষা করার জন্য সর্ব প্রথমে আমি কেওড়া গাছ ও বীজ বপন করি।

যার ফলে এখানে একটি সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ তৈরি হয় এবং একটি সুন্দর কেওড়া বাগান গড়ে ওঠে। এটা ছিল আমার স্বপ্ন। এরপর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারিভাবে এখানে অনুদান দিয়ে মানুষের বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণ করা হয় যা আজ মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক নামে পরিচিত। এখন সাতক্ষীরা সহ পার্শ্ববর্তী জেলার মানুষ বিনোদনের জন্য এই কেওড়া পার্কে আসে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা