• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তালায় বেসরকারী সংস্থার উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

সাতক্ষীরার তালায় ব-সরকারী সংস্থা উত্তরণের সহযোগিতায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলন্সে সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে তালা শিশুতীর্থ স্কুল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এ্যাম্বুলন্সে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত।

এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানার ওসি মেহেদী রাসেল, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উত্তরণ কর্মকর্তা জাহিদ আমিন শাশ^ত, শম্বূচরণ চৌধুরী, আজহারুল ইসলাম, হাসিনা পারবীন, শিশুতীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে অতিথিবৃন্দ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা