• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে বিশ্ব জনসংখ্যা দিবসে ভার্চুয়াল সভা ও সনদ বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ জুলাই ২০২১  

আশাশুনিতে বিশ্ব জন সংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়ার সভা ও সনদ প্রদান করা হয়েছে। রবিবার (১১ জুলাই) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
“অধিকার ও পছন্দই মূল কথা ঃ প্রজননস্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে।” প্রতিপাদ্যকে সামনে রেখে ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক।

স্বাগত বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ পলাশ দত্ত। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য সনদ পত্র প্রদান করা হয়, যথাক্রমে পরিবার কল্যাণ সহকারী রেনুকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক আছাদুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা লিপিকা বিশ্বাস, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দরগাহপুর ও উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম শাহরিয়ার কবিরকে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা