• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে মোবাইল কোর্টে ৬ ব্যবসায়ীকে জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ জুলাই ২০২১  

আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ ব্যবসায়ীকে ১২০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১০ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনের ২৪ ধারায় বড়দল বাজারে ভিন্ন উপজেলা থেকে এসে কাপড়ের ব্যবসার দোকান বসিয়ে বেচাকেনাকারী রোমিও, প্রশান্ত, দেবরাজ, সুব্রত রায়, বনি আমিন ও নিরঞ্জনকে প্রত্যেককে ২০০ টাকা করে সর্বমোট ১২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া আশাশুনি বাজার, গোয়ালডাঙ্গা বাজার, বড়দল বাজার, বড়দল ব্রিজ চেকপোস্ট এবং বিভিন্ন সড়ক ও বাজারে টহল ও অভিযান পরিচালনা করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা