• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়া সীমান্তে আটক দুই

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  

চোরাই পথে ভারত থেকে দেশে ফিরে আসার সময় সাতক্ষীরা সীমান্তে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে কলারোয়া উপজেলার মাদরা ও কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এনিয়ে, গত এক মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ৫ মানবপাচারকারীসহ ৮৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার বৃন্দারচর এলাকার মৃত রাসেল শেখের মেয়ে মোছাঃ পিংকু খাতুন (১৫) ও সাতক্ষীরার আশাশুনি থানার খাজরা গ্রামের মৃত সোহেল উদ্দীনের ছেলে শরিফুল সরদার (২৪)।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। আটককৃতদের প্রশাসনিক ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে কোয়ারেন্টিন শেষে তাদের থানায় সোপর্দ করা হবে। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ ঠেকাতে বর্তমানে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি চলমান আছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা