• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তালায় চা বিক্রেতাদের মাঝে ত্রাণ বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ জুলাই ২০২১  

তালায় ৮৪ জন চা বিক্রেতার মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সারাদেশে হাট, বাজার বন্ধ রয়েছে। কার্যত সবকিছুই এখন কারফিউয়ের মতো অবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে এ মহামারি থেকে বাঁচতে নিজ নিজ গৃহে থাকার নির্দেশ দিয়েছেন।
যার দরুণ অসহায়, গরীব ও নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের জীবন যাপন অবরুদ্ধ হয়ে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে তালা উপজেলা প্রশাসন এ সময়ে অসহায়দের পাশে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
সোমবার বিকালে তালা পুরাতন বিদে স্কুল মাঠ প্রাঙ্গনে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল-হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রকল্প কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, হিসাব সহকারী মনিরুজ্জামান (মনি) প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, ৮৪টি পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি বুট ডাল, লবণ এবং সয়াবিন তেল সম্বলিত একটি প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা